ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২০৫

টুইটারের অফিস বন্ধ ঘোষণা 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:০৫ ১৮ নভেম্বর ২০২২  

টুইটারের সব অফিস বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এক ক্ষুদে বার্তায় টুইটার তার কর্মীদের জানিয়েছে, আগামী ২১ নভেম্বর অফিস আবার চালু হবে। 

টুইটার কর্মীদের বলেছে, তারা যেন সামাজিক যোগাযোগমাধ্যম, গণমাধ্যম বা অন্য কোথাও কোম্পানির তথ্য নিয়ে আলোচনা না করেন এবং কোম্পানির নীতি মেনে চলেন। তবে ঠিক কী কারণে অফিস বন্ধ রাখছে তা জানায়নি টুইটার। খবর বিবিসি।

ওয়াশিংটন পোস্টের এক খবরে বলা হয়েছে, টুইটার কর্মীদের কাছে দীর্ঘ সময় কাজ করার প্রতিশ্রুতি চেয়েছেন মাস্ক। অফিসে গিয়ে সপ্তাহে অন্তত ৪০ ঘণ্টা কাজের বাধ্যবাধকতা জুড়ে দেয়ার পাশাপাশি কর্মীদের রিমোট ওয়ার্কিংয়ের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেন তিনি। টেসলা বস কর্মীদের বলেছেন, মনোযোগ দিয়ে দীর্ঘ সময় কাজ করুন, না হয় চলে যান। নতুন টুইটারে কাজ করতে চাইলে অফিসে এসে কাজ করতে হবে। শুধু মৌখিক প্রতিশ্রুতি নয়, এজন্য তাদের সম্মতিপত্রেও স্বাক্ষর করতে হবে।

 বিবিসির খবরে বলা হয়েছে, টুইটারের বিপুল সংখ্যক কর্মী মাস্কের নতুন শর্ত মেনে না নিয়ে চাকরি ছেড়ে দিচ্ছেন। অনেকেই এ সংক্রান্ত হ্যাশট্যাগ এবং স্যালুটিং ইমোজি ব্যবহার করে পোস্ট করছেন।